কলমেঃ শায়লা আহমেদ
আকাশের বুকে মৃদু আলো
মিটিমিটি হাসছে তাঁরা,
বেশ শান্ত নিশ্চুপ পরিবেশ
মনটা হচ্ছে পাগলপারা।
গাছের পাতার ফাঁকে চাঁদের
আলো করছে খেলা,
ঠাঁই দাড়িয়ে আছি একাকি
কাটছে নাকো বেলা!
ডাহুক পাখি ডাকছে অদূরে ঝিঝিপোকা করছে গুঞ্জন,
হিমেল বাতাস বইছে কিছুটা
অশান্ত শুধু এই মন।
রাতের দিগন্তে তাকিয়ে খুঁজি
সুখের কিছু আবেশ,
নীরবে চোখে আসে জল
দুঃখের নেইকো শেষ।
নিঝুম রাতের নিরাবতা আমায়
কেবলই পিছু ডাকে,
কিছু চাওয়া পাওয়া হলোনা
হিসাব বাকি রাখে।