কলমেঃ বেলায়েত বাদল
চাল-ডাল মূল্যটা উঠেছে চুড়ায়,
দাম শুনে মুর্ছিত নাদান বুড়ায়,
যদি কেনে চাল আগে লাগে যতটা,
নিতে পারছেনা ক্রেতা সবজি, আটা।
বিশ টাকা সের ছিলো কঁচুর লতি,
এখন একশ হাঁকে কৃষক মতি!
লালশাক, পুঁইশাক, পালং, ডাটা,
পায়না, পাতে তাই শাপলা বাঁটা।
লাউ পঞ্চাশ আর আলু সত্তর,
তিনশ ছুঁই-ছুঁই ইক্ষুর গুঁড়!
পাঙাশ, সাদা মাছ, ব্রয়লার, ডিম,
নাগালের বাইরে টমেটো ও শিম।
ফলমূল, মিষ্টি, বাচ্চার দুধ,
দাম বাড়ে সমহারে জরুরী ওষুধ!
চিনি, পাম তেল দাম, লম্বা বেগুন,
কাঁচা লঙ্কার গায়ে লেগেছে আগুন।
পেঁয়াজ, হলুদ, আদা, রসুনের কোয়া,
জিরা এলাচের দাম আকাশ ছোঁয়া।
গরু জুটে বছরে দু”ঈদে দু’বার,
ইলিশ, খাসী খেতে আধা যুগ পার!
সাগরের নোনা জলে লবন ভরা,
তবে কেন এ নুনের দামটি চড়া?
বাজারে গেলে বাড়ে অস্বস্তি,
গরীবেরা বাঁচতে করে কুস্তি।
কমছে মানুষের ক্রয় ক্ষমতা,
পাতলা ডাল সাথে আলুভর্তা।
নুন কিনে আনতেই পান্তা ফুরায়,
গ্যাসে রাঁধুনিরা পাতা-কঞ্চি কুড়ায়!!
যত টাকা খরচে শস্য ফলে,
শতগুণ বাড়ে তা হাত বদলে!
সরকারে বাজারে না দিলে নজর,
পাগলা ঘোড়াই রবে পন্যের দর।
টেনে যদি না ধর দামের লাগাম,
দুর্ভিক্ষে সন্মূখে, খবর আগাম!