কলমেঃ দেবিকা রানী হালদার।
নিরেট খাটি মানুষের ভালোবাসা চাই
যার ভিতর কোন ব্যক্তি স্বার্থ নাই!
নেবে মোর অন্তর থেকে খোঁজ
প্রয়োজন ছাড়া কারনে-অকারনে রোজ!
নিঃস্বার্থ ভালোবাসা একজন চাই
আছেন তেমন কোন প্রমিক ভাই,
ভালো বাসার নিঃস্বার্থ ফুল ফুটবে অন্তর অলিন্দে
এখন তখন যখন ইচ্ছে তাকে যেন পাই!
এ দুনিয়ায় এমন লোক পাওয়া বড় দায়
প্রেমে বলি দেয়া জীবন ছুঁড়ে ফেলায়,
জীবন যখন সায়াহ্নে তিল তিল করে এগোতে থাকে
অর্থ বিত্ত যৌবনের ভাটায় জীবনের এক বাঁকে!
স্ত্রী স্বামী কে পোষে কয়েদীর খাচায় করে বন্দী
যখন নিজ হাতে অর্থ সব পেয়ে যায়, আর নয় সন্ধি,
ভাটায় যৌবন নির্লিপ্ত নির্মোহ নির্মোঘ যখন হয়
স্ত্রীর কাছে মূল্য হীন স্বামীর আকুতি যেন এক অসহায়!