কলমেঃ তিথি দাস
নিশ্বাস নেই যে বনে,
ধূলি জমেছে পাতায়,
নদী কাঁদে আপন স্রোতে,
মেঘ থমকে দাঁড়ায়।
পাখিরা কোথায় উড়ে গেল?
নিস্তব্ধ গাছে নেই কোনো গান,
আকাশটাও ক্লান্ত হয়ে
ঢেকে রাখে রোদের প্রাণ।
হয়তো তুমি ভুলেই গেছো,
সবুজ ছিল একদিন,
ছায়াঘেরা সে পথের ধারে
বসতো বাতাসের বিনিময় দিন।
এখনও সময় আছে বন্ধু,
প্রকৃতিকে দাও ভালোবাসা,
সবুজ ফিরে এলে আবার,
পৃথিবী দেবে নতুন আশা।