কলমেঃ রাশেদ সরোয়ার
চিন্তার সাগরে কেন আজ মানুষ আছে ডুবে,
কেন পৃথিবী হচ্ছে কঠিন,সহজ হবে আর কবে?
শিশু থেকে বৃদ্ধ সকলে আজ অর্থের পিছে,
অথচ এই সবুজ শ্যামলের পৃথিবিটা পুরাটায় মিছে।
পৃথিবিটা পুরায় ধোকা যার নাই কোনো স্থায়িত্ব,
তবু ও মানুষ ভাগদৌঁড় করে জুড়াইতে কৃতিত্ব।
সকুন-শান্তি বিলুপ্ত প্রায় দালানের শহরে,
বাহিরে ইট পাথরের চাকচিক্য অন্তর পুড়ে ভিতরে।
সংসার সমঝোতা টিকে সব টাকার বদলে,
ভালবাসার রঙ এখন খুব কালো অন্তর জ্বলে অনলে।
বিরহ ব্যথা বেদনার কোলাহল ঘিরে আছে সবে,
মিথ্যা হাসির ছন্দে মাতে বন্দু মিলে যবে।
নীরব আগুনে দগ্ধ সবে বর্তমান চেতনার রাজ্য,
মাছ-মাংস,ফল-ফলাদি যদিও হয় দিনে রাতে ভোজ্য।