কলমেঃ চন্দনা রাণী
কতটা স্বপ্ন নিয়ে এসেছিলাম
তোমার সঙ্গে থাকব বলে।
তুমিও কথা দিয়েছিলে—
আমাকে সর্বপ্রকার সহযোগিতা করবে,
থাকবে পাশে।
একসঙ্গে দিনগুলো কাটছিল বেশ ভালোই।
কিন্তু যতই দিন গড়িয়ে যায়,
ততই অবাক হয়ে যাই।
তোমার গভীর যত্নে,
আমি ধীরে ধীরে
তোমার অন্তরে নতুন ঘর বানানোর স্বপ্ন দেখতে শুরু করি।
কত শত স্বপ্ন দিয়ে
তোমাকে রঙিন করে সাজাতে লাগলাম।
ঘন্টার পর ঘণ্টা কথা বলেও
কথার যেন শেষ হতো না।
কিন্তু ভাবতেই পারিনি,
তুমি আমাকে এত সুন্দর করে আঘাত করবে।
আমার অবুঝ মনের ভালোবাসাকে
ছিন্নভিন্ন করে দেবে।
তুমি এতটাই চতুর!
আমাকে এমনভাবে আঘাত করেছ—
যাতে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হই।
তোমার ওপর যেন কোনো অভিযোগ না করি,
সব দোষের ভাগীদার যেন আমিই হই।
যখন তোমার অবহেলা অনুভব করলাম,
আমার মনের ভেতর নতুন ঝড়ের সৃষ্টি হলো।
অভিযোগ ছাড়াই
তোমার পথ থেকে সরে গেলাম।
মেনে নিলাম নিয়তির নির্মম পরিহাস।
আমার জন্য কোনো প্রিয়জন কষ্ট পাক,
সেটা আমি কোনোভাবেই চাইনি।
তাই নীরবে সরে দাঁড়ালাম।
তুমি ভালো থাকো প্রিয়ে,
খুব ভালো থেকো।
তোমার চোখের জলের মূল্য দিতে পারব না বলেই
আমার হৃদয়ে জমে থাকা কষ্টগুলো
হাসিমুখে মেনে নিলাম।
তুমি ভালো থেকো প্রিয়ে, খুব ভালো থেকো।