কলমেঃ প্রকৌঃ মোঃ মনসুরুল হক
********************************
পথ হারা পথিক আমি চেনা পথ হারিয়ে
কোথায় যেন হারিয়েছি অজানা, অচেনা
আজ লাগে সবকিছু চেতনায় মানুষহারা
অচেনা হয়ে যায় স্বার্থের টানে বহুদূরে।
দিশহারা এই পথের পথিক কি করি এখন
সময়ের সাথে সাথে আপনজন পর হয়,
নিয়তির নিষ্টুর নিয়মের বৈষ্যম্য বোধে
পথের কাটা পথে থাকে হঠাৎ ভিদে পায়।
দারুণ সব নিয়মে বাধা অপরাপর খেলা
চোখের দৃষ্টিতে বিধান যায়না বৃথা চেতনা,
নিত্য হাসির আড়ালে ভীষণ কষ্ট থাকে
বুঝেনা কেউ বুঝেনা সঠিক পথের লক্ষ্য।
মরণপণ জীবন যাত্রায় চলি একা একা
হাতের কাছে চিরচেনা সব আজ হচ্ছে,
সম্পর্ক হয় বিপরীত সব যেন অজানা
মিছে মায়ায় আপন দুঃসময়ে অচেনা।
তাই পথ হারা পথিক হয়ে চলতে গিয়ে
মনের দুয়ারে ক্ষণিক চাওয়ার আশায়,
নিরাশ মনে পথ হারিয়ে আজ পাগলপারা
কুঁড়ে কুঁড়ে মরছি আমি একেলা একা।