একদিন বিষন্ন বিকেলে
ভগ্ন হৃদয়ে অচেনা পথে ঘোরা,
বাদুড় আর নেড়ি কুকুরের এলোমেলো আচরণ
নিখিল সেজেছে বিরহী অভিমানে,
তুমি – আমি দু’দিকে ছন্নছাড়া।
জীবনের তরী পায় না মনের মত কূল,
দুকূল ভাসে যেন প্রেয়সীর চোখ অশ্রুসজল।
একদিন অদ্ভুত পেঁচা ডাকা তিমির রাত,
প্রচন্ড তাপদাহে অপেক্ষায় বর্ষাভেজা প্রভাত।
আজ কনকচাঁপা আর মহুয়ার বন অগোছালো,
অচিরেই হারিয়েছে কিশোরী বধূটি প্রাণপতি,
দুচোখের নোনাজল, ধ্রুবতারার সাথে করেছে চুক্তি,
জবা, কদম, কেয়ার ফুলে করছে দেবতারে ভক্তি।
পাগলাটে স্বপ্নালু অন্তরের সৌন্দর্য না দেখেই
হেলায় কাটালে সময়,
যখন চিরবিদায় বেলায়, এক নির্জীব অবেলায়
কেনো করছো এত ভয়?
বলো তো, বিজয়ী তো তুমি তবে তোমার আজ কিসের পরাজয়?
তোমার আজ কিসের পরাজয়?