কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
পারলাম না জীবনে গড়তে কোন ইতিহাস
ছুটলাম তপ্ত মরুর বুকে, পিপাসায় হাস ফাঁস!
শুঁকনো পাতার মত ঝরে পড়লাম বিত্তচ্যুতে নিচে
ততোই স্মৃতি জ্বালায় যতোই ভুলতে চাই জীবন পিছে!
এক নারীর দ্বিচারিণী আচরণে স্বীয় মস্তক গেলো নুয়ে
ধোঁকার প্রেতাত্মা ভর করলো বাকী জীবন অবেলায় সব খুয়ে!
আত্মার পচন ধরেছে উড়ে গেছে জীবনের সব সুখ
জানতাম নারী নদীর মত অকালে নর্দমা সম নারী ভেঙে দিলো বুক!
প্রেমের চোরা গলিতে হারিয়ে প্রতারিত নারীকে খুঁজি
অতি ভালোবাসা নারীর মিথ্যা আশা আজ শুধু বুঝি!
পারলাম না প্রেমিক হতে, মিথ্যা বাদী বা নিষ্ঠুর কোন জন
শুধু কষ্ট নিয়ে চলে গেলাম, পরাজিত সৈনিক, শেষ বিদায়ে প্রস্তুত আমার মন!