কবিঃ উন্মেষন খীসা
============
আজ ১লা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ,
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই মুগ্ধ।
ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
উদযাপিত হলো পাঠ্যপুস্তক বিতরণ উৎসব,
শিক্ষার্থীরা আনন্দে করছে হৈচৈ রব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ
কমিটির সভাপতি জনাব মোঃ সামশুল ইসলাম,
উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের বারান্দায়
শিক্ষার্থীদের হাতে হাতে বই তুলে দিলাম।
আজ সারাদেশে পাঠ্যপুস্তক বিতরণের দিন,
বাজছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে খুশির বীণ।
শিক্ষার্থীদের হাতে হাতে এখন নতুন বই,
প্রত্যেক শিক্ষার্থী বলছে স্যার,আমার বইগুলো কই?
প্রধান শিক্ষক বলছেন একটু ধৈর্য্য ধর,
দিচ্ছি সবাইকে বই যেন লেখাপড়া কর।
বছরের শুরু থেকে তোমরা সবাই বিদ্যালয়ে আসবে,
বিদ্যালয়ে এলে তোমাদের আনন্দে সময় কাটবে।
তোমরা হলে সমাজ,দেশ তথা জাতির ভবিষ্যৎ,
তোমাদেরকে নিয়ে আমরা করি গৌরব।
বিদ্যাশিক্ষা অর্জন করে জ্বালবে জ্ঞানের আলো,
শিক্ষক মোরা চাই তোমরা যেন হও সবদিকেই ভালো।
লেখাপড়া শিখে তোমরা অনেকেই হবে একদিন
নেতা,ব্যবসায়ী,সরকারি-বেসরকারি কর্মচারী,
কবিরাজ,মেম্বার,চেয়ারম্যান,মাস্টার,ডাক্তার,
হবে আরও প্রকৌশলী,শিক্ষিত কৃষক ও অফিসার।