কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
যদি তোমার পাথর হৃদয়
আমার জায়গা নাহি হয়,
না কাটে দাগ সেথায়
আমার শত অনুনয়-বিনয়!
করিও খোদাইচিত্র হাতুড়ি বাটল দিয়ে,
ভালো তুমি নাই-বা বাসো
দেখা হলে একটু হেসো —
স্মৃতির পটে রেখো ভাসমান
মেঘ যেমন ভাসে, ভরে আসমান!
জোর করে ভালোবাসা
সে এক হতচেতনের দুরাশা,
কেউ যখন কাঁটায় বিনিদ্র রজনী
অপরপক্ষ তখন, স্বয়ম্ভর গেহে যখন
বেছে নেয় জীবনসঙ্গী মুচকি হেসে-
মায়াবী, বালি বীচে মধুচন্দ্রিমায় ভেসে
সিঙ্গাপুর ব্যাংকক ম্যানিলা দেশে দেশে,
তখন আমি হয়তো ধরেছি ভ্যাট ৬৯ এর বোতল
দু’দিন আগে-পরে মুঠো-মুঠো রবিকর আতপ
হবেনা আর ভাগ্যে তোমার আমার,
চলে যাবো ছেড়ে এ অখিলের অগণিত সৌন্দর্য!
ভাস্কর রোজকার মত হবে উদয়
সমীরণ প্রবাহিত হবে অক্সিজেন ছড়ায়!
শুধু তখন থাকবো না তুমি আর আমি!
যে সন্ধ্যায় পাখী ফেরে না নীড়ে
প্রবল ঝড়বৃষ্টি বাদলে যে মাঝি ফেরেনি ঘরে,
হাত রিও নিজ বুকে খোদাইকৃত এই আমারে
তোমার কেলসিত আগ্নেয় কঠিন শীলার হৃদয় মাঝারে!