পাপের বোঝা মাথায় নিয়ে,
গুরছে কত জন,
পাপ সাগরে বিলিন হয়ে,
পূর্ণের নাই খবর।
পাপ করিতে কর না তুমি,
পূর্ণের ই চিন্তা,
সব কিছুর শেষ হবে একদিন,
মাথায় রাখো এই চিন্তা।
পাপের পাহাড় যেদিন তোমার অনেক বড় হবে,
সেদিন তোমার এই পৃথিবীতে সময় শেষ হবে।
পাপ করিয়া কখনো তুমি করনি এ চিন্তা,
কি কাজ তুমি করছো আবার পাপি হইয়া।
এ জীবনে পাপ করিয়া যদি কেউ বাঁচতে পারতো,
সবাই তবে পাপের সাগরে নিজেকে ডুবাইতো।
পাপ করিয়া এই দুনিয়ায় কেউ সুখে নাই,
পাপ কে তুমি দুরে রাখিয়া সুখে চলো ভাই।