কলমেঃ রওশন রোজী
কেউ রাজা কেউ প্রজা,কেউ ফকির
কেউ ধনী কেউ গরীব,
কেউ বাস করে দালান কৌঠায়,
কারোবাস মাটির ঘরে,
পার্থক্য টা এখানে।
কেউ কূলি, কামার,কেউ কৃষক, কেউ জেলে
কেউ তাঁতী,কেউ কুমার,
যারা প্রতিনিয়ত করে সেবা জীবনের তরে
কেউ চাকরি জীবি,কেউ বেকার
পার্থক্য টা এখানেই।
কেউ সাদা কেউ কালো
কেউ বেটে,কেই লম্বা।
কেউ বোবা,কেহ অন্ধ
কেহ আবার প্রতিবন্ধী।
পার্থক্য টা এখানে
কেউ মিথ্যা বলে
কেউ সত্য বলে
কেহ আবার মিথ্যাকে সত্য বলে চালায়
কেউ বোকা,কেউ চালাক
কেহ আবার ধূর্তবাজ।
পার্থক্যটা এখানে।
কেউ চোর,কেউ ডাকাত,
কেউ বা আবার ছিনতাইকারী,
পার্থক্য টা এখানেই।
কেউ রাজসিংহাসন বসে আরাম আয়াসে
কাটায় দিন,
কেউ তাদের খেজমত করে
জীবন করে দান।
তবুও চলে জীবনের চাকা জীবনের নিয়মে
পার্থক্য টা এখানেই।