কলমেঃ বাপ্পী বড়ুয়া
কক্সবাজার, বাংলাদেশ।
বাবা তুমি বেঁচে থেকে
পায়নি কেনো তোমার আদর?
পিতৃ হারা না হয়ে আমি,
পিতৃ হারা কেনো হলাম?
হাজারো ইচ্ছে ছিলো আমার
তোমার বুকে মাথা রাখার,
কোন ইচ্ছে হয়নি পূরন,
দুই যুগ মিস করেছি,তোমার আদর।
জন্ম তুমি দিলে আমার,
পিতৃ কর্তব্য কি,ছিলো না তোমার?
আমারো তো অধিকার ছিলো,
একটু পিতৃ ভালোবাসা পাওয়ার।
ছোট যখন ছিলাম আমি,
হওনি তো আমার খেলার সঙ্গী,
সবার কাছে বাবা হিরো,
আমার কাছে কেনো, তুমি জিরো?
সবার মুখে শুনি পিতার সুনাম,
আমি কেনো সেই অধিকার হতে বঞ্চিত হলাম,
আমারও তো ছিলো বুক ভর্তি জমানো কথা,
বাবা তুমি বুঝলেনা কেনো, আমার মনের ব্যাথা?
দুই যুগ ধরে আমার জমানো অভিমান,
একটু একটু করে আজ পাহাড় সমান।
বাবা ডাক শুনার আগ্রহ,
কখনো কি তোমার হবে না জাগ্র?
পিতা মানেই পৃথিবীর কোমল ছায়া,
বাবা তুমি বুঝলেনা কেনো, সন্তানের মায়া?
জন্ম নিয়ে করিনি তো বড় পাপ,
তুমি ছাড়া পৃথিবী কেনো, আজ আমার বড্ড অভিশাপ?