কলমেঃ সাঈদা তাসনিম
মাথার ওপর দূরের ঐ অন্তরীক্ষ জুড়ে,
দূরবর্তী নক্ষত্রকণা আর তারার কারসাজির সাজে,
জ্বলজ্বল করে জ্বলে ওঠে ;
সে যেন মনে হয় দর্শনেন্দ্রিয় তারার মেলা!
রাতের আকাশে তারার কারসাজির সাজে,
বাসনা দেয় আমারে –
পূর্নিমার ঐ চন্দ্রিমা রে!!
চন্দ্র জ্যোতির নীলিভ দ্যুতি
কাটায় যে মহাবিশ্বের তিমির।
উপমা হতে পৃথিবীর পৃষ্ঠে পড়া চন্দরশ্মির কিরণ-
দেখে মনে হয় আষাঢ়ের জলদ হতে দিব্যদক!
চন্দ্র নক্ষত্রের বাহারি লাবণ্যে,
পূর্ণিমার রাতটি সাজে-
যেন এক অগ্নিপ্রভার কুন্ঞ্জকাননে।
জুরায় আমার পরাণ প্রভন্ঞ্জন;
হরস করে আমায়
পূর্ণিমার ঐ রাত্রি রোশন!
রজনীর ঘোর উন্মাদ কালো আধার কাটিয়ে,
আলোর ছিটে ছড়ায় ধরণীর বুকে!
সেই চাঁদনী পসর রাত্রে –
পূর্নিমার ঐ চন্দ্রাবলী!!