কলমেঃ কামরুন নেসা লাভলী
==================
সবাই বলে আমি নাকি
এক পোড়া মাটির দুঃখ
জানলো না কেউ আমি ও
চাই, একটি সুখের কক্ষ
দক্ষিনের জানালায় থাকব চেয়ে
শীতল এই মনটাকে দিব বিছিয়ে
সুগন্ধী জুঁই,কামিনী,যুথির পরশ এসে
এলোমেলো করবে আমায় অবশেষে
মনের আঙিনায় ফুঁটে কত শত প্রলাপ
বঁধু স্ব যতনে তুলে নিবে একটি গোলাপ
কদম,কেতকী যদি থাকে অভিমানে
ভেঙো না মন তুমি বলি কানে কানে
মনের অপূর্ণ ব্যথা যত নিব আজ শুষে
নীলাকাশে হারাব দু’জন শুধু ভালোবেসে।।