কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
-----------------------------------
(আয়েশা ইসলামের জন্মদিনে!)
-----------------------------------
আহ্ হা সুন্দরী
বলো না কি করি,
তোমার রূপে জ্বলে মরি,
হাতে-হাত রাখো, চলো সংসার গড়ি!
সোনা-দানা দেবো বিশ ভরি
সোনার মুকুট চন্দ্র হার আছে তৈরি,
পালাবো নিয়ে তোমায় যদি মা-বাবা হন বৈরী
ধানমন্ডির ফ্ল্যাট খানায় চলো উঠে পড়ি!
নয়তো বা মার্কিন মুল্লুকে দিবো দু'জন পাড়ি!
ঘুরবো দু'জন জিন্স গেঞ্জি পরি
মিয়ানমি সাগর বিচে কাটবো সাতার, দিও না হাত ছাড়ি!
সহে না তর, যা বলবা বলো তাড়াতাড়ি,
রাজী হলে যাবো দু'জন আজই কাজী বাড়ী,
হানিমুনে যাবো দু'জন, শ্বশুর শাশুড়ি ছালাম করি
তোমায় নিয়ে ঘুরতে কিনবো বিএমডব্লিউ গাড়ী,
শ্বশুর বাড়ী চাইনা কিছু ইচ্ছে হলে দেয় যেন একখান তাঁতের শাড়ী
যা বলবা জলদি বলো, না হলে দিবো আড়ি!