কবিঃ মোছাঃ আছিয়া আক্তার আছমা
কষ্টের সময় পার করলে
সুখের মর্যাদা বুঝা যায়
এ জগতে অন্যায় না থাকলে
বোঝা যেত না কতটা শক্ত ন্যায়।
আধার বোঝায় আলোর মানে
কেমন আলোর মাহাত্ম্য
মিথ্যা আমাদের বুঝতে
সাহায্য করে সঠিক সর্বদা সত্য।
অন্ধ যেমন বুঝতে পারে
চোখের কেমন মর্যাদা
অনিষ্টও জানে কেমন
নিষ্টার মানে সঠিক সদা।
ক্ষুধা পেলে ঠের পাওয়া যায়
খাদ্যের কত দরকার
মৃত ব্যক্তি ফিরতে চায় ক্ষমা
চাইতে জীবন চাকার।
বিপদ থেকে রক্ষা পেলে
অনুভব করা যায় নিরাপত্তার
অসুস্থতা থেকে সুস্থ হলে
প্রাণ ফিরে পায় নিজ সত্তার।