কলমেঃ আবু বকর সিদ্দিক
আর কতদিন চুপ করে
থাকব মোরা ভাই..
প্রতিনিয়ত বাড়ছে শহীদ
চোখেকি পড়ে নাই..?
মুখটা তে যে মহর মারা
হয়েছি মোরা মূর্খ…
ছোট্ট শিশুদের কান্না
মনেকি জাগায় না ধূর্ত..?
শতশত বোন শহীদ হলেন
ঈমানী চেতনা বুকে…
তবুও কেম্নে চুপ করে থাকি
মুখেতে আঙ্গুল রেখে…?
সন্তানহারা বাবার অভিশাপ
নিতে কি পারিব আমি.
বলেছিলেন মনে করে পরিতাপ
খোদারে ডাকিয়া যিনি…!
অবুঝ শিশুটির কান্নার সুর
আদৌও কি যায় না কানে..
কি করিব মুসলিম নাম দিয়ে
ব্যথা না জাগে যদি মনে…?
তিনশো তেরো জন নিয়েও কি
মোরা করিনি কোনো বিজয়…
তাহলে কেন কোটি জন হয়েও
লক্ষ হাজারকে করি ভয়..।
জাগবে কবে আমাদের মন
অধীর সে ঘুম থেকে..
ফিরব কবে বুকেতে মোদের
ঈমানী চেতনা রেখে. ।।