কলমেঃ মোছাদ্দেক সৈকত
ভালো লাগে বসন্তের বাতাস,
যেন প্রকৃতির গভীর নিঃশ্বাস—
পল্লবের দোলায় কান্না ভোলানো
নরম কোমল এক আদর।
ভালো লাগে কুরআনের তেলাওয়াত,
যেখানে প্রতিটি শব্দ শান্তির বৃষ্টি হয়ে নামে,
হৃদয়ের জমিন সিক্ত হয়—
অলৌকিক প্রশান্তির ছোঁয়ায়।
ভালো লাগে মায়ের হাতের রান্না,
সেই স্বাদে লুকিয়ে থাকে শৈশবের গল্প,
তন্দ্রাহীন রাতের যত্নের উষ্ণতা,
এক প্লেটে সাজানো অফুরন্ত মমতা।
ভালো লাগে নদীর কাছে বসে থাকা,
জলের মৃদু ধ্বনিতে অতীতের পদচিহ্ন খুঁজে ফেরা,
বুকে জমে থাকা যত প্রশ্ন
আলোছায়ায় ধুয়ে যায় ধীরে ধীরে।
ভালো লাগে রাতের আকাশ,
তরুণ চাঁদের কোমল হাসি,
যেন নিরব প্রেমিকের মুগ্ধতা
তারাদের মাঝে লেখা ভালোবাসার কবিতা।
ভালো লাগে জীবন,
তার ছোট ছোট মুহূর্তগুলো,
যেখানে দুঃখের মাঝেও আনন্দ খুঁজে পাই,
ভালো লাগার ছোঁয়ায় প্রতিদিন নতুন করে বাঁচি।