কলমেঃ মায়া পারভীন
বিবেক দেখে হৃদয় কাঁদে
দেখেনা ভেতর চিত্ত
মন পবনের বৈঠা ঠেলি
ব্যথায় কাতর নিত্য।
ঘুমিয়ে ঘুমিয়ে দিন পেরুলো,
রাত্রি অধিক বাকি
মনের মাঝে জং ধরিয়ে
দিচ্ছ কারে ফাঁকি।
ভুলের পথে ফুলের বাসা
শান্তি মিলবে ক্ষণিক,
আঁধার পথে পা বাড়ালে
মিলবে না তো মানিক।
সময় থাকতে সদ্ব্যবহার
করো নিজ গুণে,
অসময়ে কেউ কারো নয়
সদা রেখো মনে।
ফুল শুকালে বীজ থাকবে,
বপন করবে বারো মাস।
ঠুনকো মনের মালিক হয়ে,
চাষবে তুমি মাকাল চাষ।
দিনের পরে দিন ফুরালো
মাসের পরে মাস,
বুকের মাঝে রইল জমা
শুধুই দীর্ঘ শ্বাস।
মোহ নিদ্রা ভাঙবে যখন
এক প্রভাতে স্বপ্নে বিভোর,
আমার বিদায় সমাচারে,
হবে কি তোমার রাত্রি ভোর?
ওই পশ্চিম দিগন্তে ডুবছে,
সূর্য ডোবার অস্ত মিল,
প্রভাতের আছে খানিক বাকি,
আত্মার মাঝে মারবে খিল।