দিন শেষে মানুষের হয়
কিছু না কিছু প্রাপ্তি,
লাভ-লোকসান না ভেবে
তব পেতে হবে তৃপ্তি।
সেই প্রাপ্তি হতে পারে
মানসিক কিংবা শারিরীক,
হতে পারে কায়িক,বাচনিক,
নান্দনিক ও আর্থিক।
প্রেম,ভালোবাসার মাধ্যমেও
পাওয়া যায় কিছুটা প্রাপ্তি,
প্রাপ্তির কথা এত না ভেবে
কর্মকে দিতে হবে দৃষ্টি।
মানবিক মানুষ চিন্তা করেনা
প্রাপ্তির লাভ-লোকসান,
মনের মাঝে উদিত হয় শুধু
কীভাবে রাখবে অবদান।
প্রাপ্তির হিসাব-নিকাশ না করে
আগাতে হবে সবাইকে,
ন্যায় ও সততার কাজ করে
বাঁচাতে হবে সমাজকে।
প্রাপ্তির কথা ভুলে গিয়ে
মানুষের করা উচিৎ সৎ কর্ম,
প্রাপ্তির ঝুলিতে প্রাপ্তি জমা হবে
করে যাও যার যার ধর্ম।