কলমেঃ মুকুল হোসেন
শিক্ষাগুরুর শ্রেষ্ঠ যিনি
'নিভা রানী' সাহা তিনি,
যাহার আদর্শ ঐ বিদ্যা লুণ্ঠনে আমি
নিয়োজিত-নিবেদিত মহাপ্রাণ।
সত্যিই আপনার মতন এতো
স্নেহ-মায়া,মমতাময়ী প্রিয় শিক্ষাগুরু,
কভু পাই নিতো আর।
অকস্মাৎ, একদিন আসিয়া কহিলেন
মোরে ছাড়পত্র দাও,
আমি আজ নেব বিদায়।
সেদিন আবেগে আপ্লুত অশ্রুসিক্ত নয়নে
বলিয়া ছিলাম, তবে মোর কি হবে দশা?
আপনি বিনে আমি যে বড়ো ভুখা!
তখন অশ্রু সিক্ত নয়নে আপনি
ক্রন্দন বিজরিত কণ্ঠ লয়ে মোর
শির -পরে হস্ত বুলায়ে কহিলেন,
ভালো থেকো বাছাধন।
শিষ্টা,নিয়মানুবর্তি ও অধ্যাবসায়ী হও,
এই রইল মোর আর্শীবাদ তব।
আমি বহু শিক্ষাগুরু হইতে
পাইয়াছি অধিকতর শিক্ষা,
কিন্তু,পাই নিতো কভু আর
আপনার মতন এতো স্নেহ- মাখা
মমতাময়ী সেই দীক্ষা।
আজ মনে পড়ে যায় কতো স্মৃতি মোর
রহিয়াছে এই মনে গাঁথা,
বাল্যকালের স্মৃতির পাতায়।
আজ বার বার খুঁজে ফিরি,
আপনার সেই বিদ্যা নিকেতন ঘ্রাণ।
যদি কভু পাই আপনারে আমি
তবে কুর্নিশ সেলাম।