প্রেম এমন পরশ পাথর সদায় খেলে ঢেউ
প্রেমে না পড়লে বোঝে নাতো কেউ।
প্রেমের কোন নেইতো বাড়ি নেইতো কোন বাসা
বুকের মধ্যে ধরফরানি এক সাগর আশা।
নয়ন যারে ভালো দেখে ভাবে লাগে ভালো
তাহার তরেই হৃদয় ক্ষরে হোক সে যতই কালো।
মনের মধ্যে সদায় সে স্বপ্ন বুনে চলে
স্বপ্নগুলো চোখের সামনে আলো হয়ে জ্বলে।
কোনখানে যে বাসা বাঁধে যায়না বোঝা কিছু
দূরে গেলে কষ্টগুলো তারা করে পিছু।
একটু ছোঁয়া একটু দেখার আশায় গোনে প্রহর
জ্বলে জ্বলে হয় অঙ্গার আষাঢ়ে মার্তণ্ডের দ্বিপ্রহর।
প্রেমের বিয়োগ ব্যথা পোড়ায়ে মারে সর্বদা
তিয়াশার অশ্রু ঝরে নিরবে যায়না কোন কাঁদা।
মনের সাথে মন মেলাতে খোঁজে অজুহাত
ভেবে ভেবে একশেষ হয় হোক তা দিন কিংবা রাত।
চোখের সাথে চোখ মেলাতে হন্যে হয়ে খোঁজে
কাছাকাছি আসলে পরে দু'চোখ আসে বুজে।
প্রেম এমন শূন্যতা সদায় করে হা হা কার
বুক ফাঁটে পিপাশায় চৈত্রের খড়ায়।
মাঝে মাঝে শীতল বাতাস তার গন্ধ নিয়ে আসে
এক পশলা বৃষ্টি ভাসায় প্রেমের তিয়াশে।
প্রেম এমন দারুণ ক্ষুধা ভালোবাসায় বাড়ে
কিছুতেই হয়না নিবারণ না পেলে তারে।