কলমেঃ শাহজালাল সুজন
===============
মন গহীনের পংঙিগুলো
চোখের ভাষায় লিখে,
নীল খামেতে উড়ো চিঠি
হাওয়ায় দিলে ফিকে।
আমার মনের অফিস কক্ষে
বললে কথা হেসে,
কঠিন মনের ছোয়া দিয়ে
প্রেমটা নিলে শেষে।
মনের দামে মন দিয়েছি
পাই না তোমার দেখা,
প্রেমের কিস্তি লাপাত্তা আজ
দিলে বুঝি ছ্যাঁকা।
সুদ আসলে না দিলেও তো
দিবে আসল জানি,
প্রেম খেলাপি করলে তুমি
ক্যামনে এটা মানি।