কলমেঃ দেবিকা রানী হালদার।
ফাগুন এলো রে, মনে আগুন দিলো রে
শিমুল পলাশ কৃষ্ণ চূড়ায়, আলতা গড়ালো রে!
ছুটছে সবে রমনায় ধানমন্ডির ঐ লেকে
লোকের স্রোত দেখছি যাচ্ছে এঁকেবেকে!
সব ললনার খোপায় ফুল , বসছে সবে লেকের কূল
পরিপাটি সাজন কাজান খুলে দিচ্ছে কে-বা চুল !
এলিয়ে পড়ছে প্রিয়ার দেহে কবে হবে নিজ গেহে
সুবাস আতর গন্ধ ছড়ায় জীবন সঙ্গী সবার দেহে !
ফাগুন এলো বন্ধ ঘরে আমার দ্বারে
মনটা আমার ফিরে ফিরে ডাকছে যেন তারে,
ইচ্ছে করে যাই হারিয়ে তার হাতটি ধরে
লেকের পাড়ে, বটমূলে যাই যেথা, মনটা কোকিল সুরে!