কলমেঃ মোহাম্মদ সাগর
শঙ্খচিলের বেশে আমি,
ফিরবো আবার দেশে।
হাওয়ার মাঝে দেখবো আমি,
আমার ঔ দেশটাকে।
ভালোবাসি মাতৃভুমি,
সদা সর্বদা।
তোমার কুলে জন্ম আমার,
ভুলিবো কি করে তা।
মাতৃভুমি মায়া কভু,
আমায় ছাড়ে না।
জীবিকার তাগিদে আজ কত দিন,
দেশটা দেখা হয় না।
বাংলা মায়ের কত স্মৃতি,
আছে আমার বুকে।
কেমন করে ভুলবো আমি,
আমার দেশটাকে।
দেখেছি আমি আমার দেশের,
মাটি কত খাঁটি।
সবুজে ঘেরা, শ্যামল ভরা,
রুপালি জোসনাতে।
দেশের আলো বাতাস আজ দেখিনা,
কতটা দিন।
ফিরবো আমি আমার দেশে,
স্বপ্ন করে রঙ্গিন।