সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

কবিতাঃ ফিরবো তোমার নীড়ে

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯ Time View

কলমেঃ মোঃ ফুয়াদ হাসান
=================

শোন-হে মা-মাটি আমার প্রিয় বাংলা-আমি আবার ফিরবো তোমার নীড়ে
ধান শালিক আর চড়ুই, ঘুঘু -টুনটুনি,ফিঙে, মৌটুসী শঙ্খচিলের ভীড়ে,
শরতের সাদা কাশফুল বুনোলতা পাতায় ঘেরা- ভেলা ভূমির তীরে।।

নদী-পথ, মাঠ-ক্ষেত,পাহাড়-ঝর্ণা খাল-বিল জলা-জঙ্গলে ঘোরাঘুরি ভালোবেসে
যেথায় পল্লী বধূ আপন মনে নকশিকাঁথা বুনে- দশ্যি কণ্যা হাটে পরীর বেশে,
ছোট্ট ফুয়াদ ছলাৎ ছলাৎ চলে- খিলখিলেয়ে উঠে হেসে।।

সেই খানে আমার স্মৃতি জমা- প্রাইমারী স্কুল রংবেরঙের খেলার মাঠ
সেথায় আমার রঙিন স্বপ্ন তোলা- শান বাঁধানো পুকুর ঘাট,
যেথায় আমার মায়ের আঁচল বাবার ছায়া দাদির স্নেহ- ফুফুর আদর পাট।

এ-ই তো আমার ছোট্ট সুন্দর গ্রাম- সংকিভাঙ্গা তার নাম
পাখ-পাখালি, গাছ-গাছালি রূপ রঙে আঁকা- কোটি টাকা দাম,
শতো বর্ষের সাক্ষী পুরোনো বটমূল- শীতল পরশ মাখি গায়ে, মুছে ঘাম।।

আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি- হয়না কভু তুলনা
শাপলা সালুক ভরা পদ্ম পুকুর- সাঁতার কাটি ঢোঙা ভাসা ঝুলনা,
এথায় ফলায় কৃষক সোনালী ধান- রসালো ফল স্বাদ ভুলো না।।

আমি আবার কাটবো সাঁতার- পাল্লা দিয়ে যাবো বহুদূর
আমি ভোরের দোয়েল হবো- নিস্তব্ধ ক্ষণে ডাকবো সুরে সুর
আমি শীতের শিশির ফোঁটা- ঘন কুয়াশায় সোনা রোদ্দুর।

আমি ভিজবো আনমনা- নাচবো ঝর্ণার স্রোত দ্বারা তালে
মৌমাছি,প্রজাপতি’র সাথে উড়বো- ঘুরবো ফুলে ফুলে,
ভেসে যাবো ঢেউয়ের জলে- কলার ভেলায় দুলে দুলে।

আমি ভেজাবো পা শিশিরে স্নান- ছুয়ে দেব ঘাস ফড়িং
আমি বৃষ্টির জলে মিশে যায়- রিমঝিম নাচবো তা-দিং তা-দিং,
জংলী গাছের কোঠরে কাঠঠোকরা- বাসা করে যেথায় টিং টিং।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102