মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
==================
বই পড়ে হয় জ্ঞানী গুণী,
বই পড়ে হয় নামী দামি।
বই পড়ে হয় বিশ্ব জোরা,
বই পড়ে হয় অর্ন্তযামী।
বই পড়ে হয় ডাক্তার সেবক,
হয় রোগের নিয়ন্ত্রক।
বই পড়ে হয় উকিল মোক্তার,
বই পড়ে হয় বিচারক।
বই পড়ে হয় ন্যায় নীতি বান,
বই পড়ে হয় মহামানব।
বই পড়ে হয় সৎ সাহসী আর
বই পড়ে হয় ধারক বাহক।
বই পড়ে হয় সমাজ সেবক,
বই পড়ে হয় মহা নেতা।
বই পড়ে হয় চিন্তাশীলতা,
বই পড়ে হয় ভাবনা গভীরতা।
বই পড়ে হয় ভালো জীবন,
বই পড়ে হয় জীবন সুখের,
বই পড়ে হয় আলোর প্রদীপ,
বই পড়ে হয় না জীবন দুখের।