বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

কবিতাঃ বই মেলাতে যাব

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।

বই মেলাতে কবি, পাঠক,
আসে তাঁরা বই মেলাতে ;
তাঁদের লেখা ষ্টলেতে আছে।

প্রকাশক,কবি, লেখক,
তাই কাজে ব্যস্ত;
বই প্রকাশ করতে হবে সত্ত্বর।

বন্ধুরা সব যাব আজি,
বই মেলাতে সবাই ;
থরে থরে আছে বইগুলো।

মনের মত বইগুলো,
আনব আমি কিনে ;
পড়ব আমি মনের সুখে।

বই মেলাতে ভীড়ের চাপে,
যেতে ভারী কষ্ট;
গেলাম আমি অবশেষে।

বইগুলোতে নামীদামী,
কবি, লেখকদের বই এসেছে ;
দেখব বই খুলে।

বইয়ের মাঝে,
আছে জ্ঞানের আলো ;
সে আলোতে অন্ধকার দূরে যাবে।

মশাল হাতে চলব আমি,
জ্ঞানের আলো জ্বেলে ;
মেলাতে যাব আমি বই কিনতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102