কলমেঃ দেবিকা রানী হালদার।
মানুষ নামের অমানুষ তুই
কিছুতেই তুই নয় যোগ্য,
জগদ্দল পাথরের মতো বসেছিস এসে
দেশটা নয় তোর ভোগ্য!
সারা বিশ্বের মুখোশধারী
এক নামে সবাই চেনে,
পয়সা ডলার পাউন্ড হলে
নেয়া যায় তোরে কিনে!
বিবেক মানবতা মনুষ্যত্ব --
দিয়ে জলাঞ্জলি,
দেশের মুখে দিলিরে তুই
গুলিয়ে চুনকালি!
যায়নি কিছুই চ্যালেঞ্জ বিনে
আলেকজান্ডার এর দম্ভ!
এমন কিছু ঘটবে একদিন
হবি তুই হতভম্ব!
বিশ্বের তাবত স্বৈরাচারের
হয়েছে নিষ্ঠুর পতন,
চেঙ্গিস তৈমুর ইদি আমিনের মতো
তুই নারে কোন রতন!
রোজ হচ্ছে মানুষ হত্যা
ধর্ষণের আহাজারি,
ইফতার কিনতে গরীব দূঃখী
ধূলায় গড়াগড়ি!
সংখ্যা লঘূর জীবনের নিরাপত্তা
আজ-ও এলোনা ফিরে !
বাংলার সীমান্ত - প্রতিবেশী দেশ
রেখেছে চারিদিকে ঘিরে!
অসম্মান আর অমর্যাদা
বাংলা মায়ের মুখ মলিন,
কে তোর মেধাবী কে তোর সুশীল
কে এ বাংলায় জন্ম নিয়েছে, আলাদা জাতীয় কৌলীন?
দেশটার যদি সার্বভৌমত্ব যায়
দাড়াতে হবে কাঠগড়ায়,
সব অপরাধীর রক্তস্রোত
বঙ্গোপসাগরে গড়ায়!
আসবে ফিরে, তরবারি নিয়ে টিপু
আসবে ইন্দ্রজিৎ,
সেদিন নয় পলাশি, মহিশূর
বাংলায় বাঙালির জিত!