কলমেঃ দেবিকা রানী হালদার।
সেই খৃষ্টপূর্বে এসেছিলেন যীশু মসীহ
শান্তি আর ভালোবাসার বার্তা নিয়ে,
যখন সারাবিশ্ব রুগ্ন বর্বর সম্প্রীতি হীন
সুস্থ সমাজ গড়তে বার্তা দিলেন ঘরে ঘরে গিয়ে!
বেথেলহাম জন্ম তার, পিতৃহীন কুদরতে ঈশ্বর
কুমারী মরিয়ম জন্মদাত্রী জানে বিশ্ব চরাচর,
মানব হৃদয় বোধের মন্ত্র দিলেন তিনি
তাদের দেখালেন পথ ছিলো যারা অমানবিক
দলে দলে অন্ধ যূগের মানুষের বাড়লো ভিড়
মসীহ শিখালেন সৎপথে ফেরার ভালোবাসা,
খৃষ্ট মহান ছড়ালেন জ্ঞানের জ্যোতি
গান সমাধিতে কাঁদে সভ্যতা, মানুষ তখন পেলো আশা!
রোমান সম্রাট ভীত হলো যীশুর আহ্বান শুনে
যীশুর উপর জনগনের আস্থা অনেক বেড়ে গেলো,
মুক্তি পেতে মানুষ যীশুর সত্য প্রচারে ব্রতী হলো
স্বৈরশাসক সম্রোট নিষ্পাপ যীশুকে ক্রুশবিদ্ধে জীবন নিলো!!!
বছরের পর বছর ফিরে আসে বড়দিন খুশির বার্তা নিয়ে
নম্র প্রণতি তোমার জন্মদিনে, আবার এসো পুনঃ জন্ম হয়ে!
The poem narrated the age of born of the prophet Jesus, society of that age, what was the peoples mind, the inhuman activities were performing with the dictator support and above all Jesus came to the King’s knowledge as enemy,
the prophet Jesus were killed, Crucifixion!