কলমেঃ গাজী আবু হানিফ
আমার তোমার বাংলাদেশ
বুকের ভেতর চোখের ভেতর
মনের ভেতর প্রাণের ভেতর
রক্তে মেশা ভালোবাসা
জন্মের পর পাওয়া দেশ।
মাঠে কাছে ঘাটের কাছে
নদীর কাছে দীঘির কাছে
ফুলফসলের বনের কাছে
দেখছি সবই আপন দেশ
চলায় বলায় বাংলাদেশ।
ডাকছে দোয়েল ডাকছে কোকিল
আকাশ বাতাস আলোয় ঝিলমিল
যেদিকে তাকাই কেবল দেখি
মাঠমাঠালি বনের কেশ।
আমার মায়ের বাংলাদেশ।
দেখছি গ্রাম দেখছি শহর
দেখছি কত নগর বন্দর
দেখছি কত হাওড়-বাওড়
দিগন্তে ঐ আসমান নামে
সে-ও আমার বাংলাদেশ।