কবিঃ মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
ভোর বেলাতে পূর্ব আকাশে,
সূর্য উঠলো হেসে হেসে।
ফুল বাগিচায় ফুলগুলো সব,
ফুটলো ভালোবেসে।
রাখাল ছেলে গরু মহিষ,
লয়ে যায় মাঠে।
খোকা খুকু নিজ নিজ,
মন দেয় পাঠে পাঠে।
পাখিরা উড়ে চলে যায়,
দুর দূরান্তর দেশে।
সন্ধ্যা হলে হলে পাখিগুলো
আপন নীড়ে আসে।
নৌকা চলে নদীর বুকে,
পাল তুলে নিয়ে।
মাঝি ভাই বৈঠা বায়,
ভাটিয়ালি গান দিয়ে।
রাতের আকাশে চাঁদ জাগে,
দারুণ ভালো লাগে।
চরকা বুড়ী সুতা কাটে,
সবার আগে আগে।
আঁধার রাতে তারাগুলো,
মিটিমিটি করে জ্বলে।
ঝোপেঝাড়ে জোনাকিরা,
আলো দিয়ে চলে।
এমন রুপের দেশটি তুমি,
কোথাও খুঁজে পাবে না কো আর।
সকল নামের সেরা নাম টি,
বাংলাদেশ নাম তার।