কলমেঃ- যীশু পদ আচার্য্য
স্বাধীন বাংলায় বিজয় এনেছিলো এই ডিসেম্বর মাস
একাত্তরের এই দিনে বাংলায় চলছিলো বিজয়ের উল্লাস,
বছর ঘুরে ডিসেম্বর মাস এলে শুনি বাঙালির জয়োধ্বনি কবির কবিতায় আছে বাঙ্গালীর আত্মত্যাগের যত কাহিনী।
১৬ ই ডিসেম্বরে পালন করি মোরা বিজয় দিবস উদযাপন
বিনম্র শ্রদ্ধায় দেশের বীর শহীদদের পুরো জাতি করি স্মরণ,
নানান রংয়ের ফুলের মালায় শ্রদ্ধা জানান বাংলার জনগণ
বিজয় উল্লাসে সাড়া বাংলায় জাতি উৎসবে মাতায় তখন।
এই বিজয়ে অবদান রেখেছিলেন বাংলার মুক্তিযোদ্ধার দল
তাঁদের আত্মত্যাগের ফলে ভোগ করেছি এই বিজয়ের ফল,
যাঁদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ মোরা পেলাম
তাঁদের পরিবারের জন্য আমরা কিবা কি উপহার দিলাম?
স্বাধীন দেশে পরাধীনতায় করছি মোরা সংকোচে দিন যাপন
যে যাঁর মতো চলছে সবাই কেউ কারো নয়কো আপন,
ধান্ধাবাজীতে ছেঁয়ে গেছে চলছে সিন্ডিকেটের হরিলুট
ন্যায্যকথা বললে আজ তাঁরাই আবার করেন জোট।
এই বিজয়ের মাসে কারোর মনে বিজয়ের আনন্দ নাই
দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে নীরব দুর্ভিক্ষ চলছে দেশে তাই,
ন্যায্য বিচার পাইনা নিরীহ নির্যাতিত মানুষ আছেন যা