মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, হাতীবান্ধা,
লালমনিরহাট, বাংলাদেশ।
বাঙালি জানে স্বাধীনতা,
কি ভাবে আনতে হয়।
বাঙালি জানে পরাধীনতা,
কি ভাবে রুখতে হয়।
বাঙালি জানে লড়াই সংগ্রাম,
কি ভাবে টিকতে হয়।
বাঙালি জানে দুঃসময়ে বুকে,
কি ভাবে সাহস রাখতে হয়।
বাঙালি জানে ক্লান্তি লগ্নে,
কি ভাবে এগুতে হয়।
বাঙালি জানে সত্য ন্যায়ে,
পিছু হটাবার কভু নয়।
বাঙালি জানে লড়াই করে,
বিজয় আনতে হয়।
বাঙালি জানে শত সংগ্রামে,
অধিকার জয় হয়।