কলমেঃ এম আলী হুসাইন
তারিখ সন নেই মনে
স্মৃতি কিন্তু আছে স্বরণে।
ফুফুর বাড়ীতে যাচ্ছি আজ
বাবার সাথে আমরা দু রাজ।
ছোট-বড় দুই ভাই মিলে
পথ চলছি বাবার সাথে
আর কত হাটব বল!
বাবা বলে আরেকটু চল।
মাইলের পর মাইল দূরে
দূর বহু দূরে যাচ্ছি দৌঁড়ে
আর পারি না; কত দূর
কষ্ট পাচ্ছি বাবা বাহাদুর।
হাসি-খুশি গল্প করে
এই তো সামনে বাবা বলে।
গ্রাম-গ্রামে সবুজ শ্যামল পথ
আস্তে কখন, কখনো চলছি দ্রুত।
শেষ হয়না, কখন শেষ হবে জানিনা?
বাবা বলে আরেকটু এই তো নিশানা।
কষ্ট করে পায়ে হেটে সেই নব্বই দশকে
বাবার সাথে মোরা গেলাম ফুফুর বাড়ীতে।
প্রথম বা শেষ এইটাই ছিল বাবার সাথে পথচলা
জীবনে আর কখনো বাবার সাথে হয়নি যাওয়া।
ফুফু দেখে মহাখুশি, দিলেন এনে ঠান্ডা পানি।
দিন দুপুরে দূরের পথ পায়ে আসলে কেন জানি?
মুচকি হেসে বাবা আমার বলে মিষ্টিকথা
বোনের জন্যে ভাইয়ের টান সে যে এক মমতা।
আসছি আজ দেখব তোমায় বলব কত কথা।
সুখ-দুঃখ মুচে যাবে, থাকবে না কোন ব্যথা।
ভাই-বোন মিলে তারা করলেন গল্প কিছু
বিদায় বেলায় ফুফু নিলেন আবার পিছু।
ভাইপোদের দেইনি কিছু; নিয়ে যাও বিশ টাকা
দুই ভাইয়ের হাতে সমানভাবে ফুফু দেন টাকা।
খুশি আমরা দুই ভাই;
এই টাকা দিয়ে কলম কিনতে চাই।
দশ টাকা দিয়ে খাতা-কলম হল ক্রয়
এবার তোরা পথ চল নির্ভয়।
হাসি-খুশি দুই ভাই চলছি বাড়ির দিকে
বাবা আজ সাথে আছে; দুষ্টমি ফাঁকে
দিক-বেদিক দৌঁড়ে যাই
মনের মাঝে খুশির শেষ নাই।