কলমেঃ মায়া পারভীন
=============
বাইশটা বছর পেরিয়ে গেল
দেখিনি বাবার মুখ,
বাবা বিনে শত ঝর ঝঞ্ঝাট
বুকে জমেছে শত দুখ।
দশ মাস দশ দিন মা
করেছে গর্ভে ধারণ
তোমার হাত ধরে দেখেছি বাবা
আলোই ভরা ভুবন।
তোমার দেখানো পথে সৎ আদর্শে গড়েছি এ জীবন,
তোমার হৃদয় নিংড়ানো ভালোবাসা
হৃদয়ে করেছি লালন।
বাবা তুমি ছিলে অনন্ত অসীম
প্রখর উত্তাপ রোদ্রের ছায়া,
শত তেষ্টায় গলা ফাটেনি
অন্তহীন তোমার মায়া।
মনে ছিল উদ্দীপনার জোর,
বাবা ছিল শক্ত প্রাচীর
শত ঝড়-ঝঞ্ঝাটে ভেঙ্গে পড়েোনি,
হওনি কখনো অধীর।
বাবা তোমার বক্ষটা ছিল
শান্তি সুখের নীড়,
বাবা তুমি ছিলে সাহসী যোদ্ধা
স্বচক্ষে দেখা বীর।
বাবা তুমি ছিলে খোলা আকাশের মত ছাদ
ঝড়-বৃষ্টিতে আকাশ মেঘে ঢাকা যখন,
তুমি দেখাতে বিজলী হয়ে আলোর পথ,
নির্ভয়ে তোমার বুকে আশ্রয় ছিল তখন।
বাবাকে যখন হারিয়েছি
দেখেছি দুচোখে আঁধার
বাবা বিনে শূন্য পৃথিবী
বাবা বিনে অকূল পাথার।
কত স্নেহ মায়া মমতায়
ভরা ছিল এই ঘর
খুঁজে ফিরি মর্ম বেদনায়
হারিয়েছি বাবা নামক অবতার।
বাবাকে হারিয়ে কেটে
যাচ্ছে দিন রাত্রি প্রহর
তোমার স্মৃতিতে আখিতে
ভাসে শত স্মৃতি লহর।
পৃথিবী ঘুরে পাইনি খুঁজে
তোমার মুখ সম হাসি
বাবা বিহীন জনে জনের ব্যথায়
চোখের জলে ভাসি।