কলমেঃ মায়া পারভীন
আমার বাবা আমার কাছে
আকাশ সমান
যদিও বাবা অর্থে নিঃস্ব
হৃদয়ে অম্লান,
বাবার কাছে দামি খাবার,
সাধ্যের বাহিরে,
ডাল ভাতেই সন্তুষ্ট মোরা
রাখেনি অনাহারে।
আমার বাবা আমার কাছে
রাজ সিংহাসন,
আমার বাবার হৃদয় প্রাসাদ
বেহেশতের মতন।
বাবার মুখে দেখলে হাসি
হৃদয়ে পায় শান্তি,
বাবার মত আসার বাণী
কেউ কি কখনো দেয়।
আমার বাবা আমার কাছে
শান্তি সুখের নীড়,
আমার বাবা আমার কাছে
গুরু, শিক্ষক, পীর।
বাবা বিনে শূন্য পৃথিবী
আলো বিহীন আঁধার,
বাবা বিহীন হৃদ মাঝারে
জাগে ব্যাথার পাহাড়।