কলমেঃ কামরুন নেসা লাভলী
আবার এলোরে বাংলার
বুকে বিজয়ের উল্লাস
মেটাবো স্বাদ আছে মোর
যত মন অভিলাস --
কেউ কি জানে হবে কি পূরণ
মায়ের ভাষার মান ?
সালাম, রফিক, বরকত ছাড়া ও
দিয়েছে অনেকেই প্রান --
কতো শহীদের রক্তে মোদের
বাংলা হয়েছে স্বাধীন
জেগে ওঠো তারা
আজ ও আছো যারা
এখন ওতো পরাধীন
কতোটা রক্ত হয়েছে শোধ
হয়নি তো আর খোঁজা
রক্ত ব্যাথায় এখনও আমার
রয়েছে ঋনের বোঝা --
থাক পরে থাক যতো আছে
গ্লানি, হিংসা আর বিদ্বেষ
আমরা পেয়েছি চিরায়ত
লাল সবুজের সোনার বাংলাদেশ।
পৃথিবীর বুকে দেবো ছড়িয়ে
বিজয়ের ইতিহাস
নিপীড়িত জনতা উঠবে জেগে
আমার এ আত্মবিশ্বাস।।