মোঃ জাবেদুল ইসলাম
বিজয় আসে বাংলাদেশে,
প্রতি বারের মতো,
বিজয় আসে খোকা খুকু,
গান ধরে যে যতো।
বিজয় ষোলই ডিসেম্বর,
বছর ঘুরে ঘুরে।
বিজয় আসে প্রজাপতিরা
স্বপ্ন ডানায় উড়ে।
বিজয় মাসে রাখাল ছেলে,
মাঠে বাজায় বাঁশী।
বিজয় আসে এই দেশেতে,
মায়ের মুখে হাসি।
বিজয় আসে পাখ -পাখালি,
নীল আকাশে উড়ে।
সন্ধ্যা হলে নীড়ে ফিরে আসে,
যায় না কোথাও দুরে।
বিজয় আসে পূর্ব আকাশে
মেঘের তলায় ভাসে।
লাল টকটকে সূর্য মামা
সবুজের বুকে হাসে।
বিজয় মাসে চারিদিকে,
আনন্দের ঢেউ সরব।
লাল সবুজের পতাকা হাতে
উল্লাসে করি আজ গরব।