কলমেঃ রবিউল গাজী
সে দিন তাম্রের সুপ্ত ঘ্রাণ
বাতাসে বাতাসে উড়ছিল
হেসেছিল বিজয়ের হাসি
একত্র করেছিল মিলনমেলা।
মরুভূমির মাঝে সবুজ সতেজ
বৃক্ষ পেয়েছিল প্রাণ
অগোছালো সতেজ সংসারগুলো
ঘুচিয়েছিল সব আমেজ।
হাসিমাখা ছিল প্রতিটি বাঙালি
কেঁদেছিল সুখের ছায়ায়
লক্ষ শহীদ দিয়েছিল প্রাণ
এসেছে বিজয়,বিজয়,বিজয়।
মুক্ত স্বপ্নীল আকাশে
ডানা মেলেছিল হাজারো পাখি
বিজয়ে গান গাইতে ছিলনা
আর কোনো মানা,বাঁধা।
বিজয় এসেছে পবিত্র রক্তে
বৃথা যাবে না এ বিজয়
স্মরণ করি শহীদ সবাইকে
জানাই কোটি, কোটি সালাম।