কলমেঃ সাহেলা সার্মিন
এলো শিশির ভেজা শীতের ভোরে
বিজয়ের লাল সূর্য ১৬ই ডিসেম্বরে।
বিজয় কেতন উড়বে ঐ
মাঠ ময়দান জনগণে থৈ থৈ।
খোকা খুকু মা-বাবার হাত ধরে
ঘুরে বেড়ায় খুশি মনে বিজয় সুরে।
স্কুল কলেজেও খুশির আমেজ
নৃত্য কলা আর গানের ভয়েজ।
মেলায় মুড়ি মুরকি আর নাগরদোলা
বন্ধুরা মিলে খায় বাদাম ছোলা।
রঙিন শাড়ী আর কপালে লাল টিপ
সুন্দরী মেয়েরা জ্বেলে যায় দ্বীপ।
ছেলেদের গায়েও রঙিন পাঞ্জাবি
ওদের কপাল জুড়ে পতাকার ছবি।
বিজয়ের আনন্দ মন জুড়ে হায়
এমন দিন কেউ আর নাহি পায়!
ঈদ মুসলমানের পূজা হিন্দুর
বড়দিন হয় খ্রিস্টানদের,
বিজয়ের আনন্দে নেই ধর্ম
সব মিলে হৈচৈ করে কতো কর্ম।