কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
একাত্তর সালের শেষে
ডিসেম্বরের ষোলো,
হে স্বাধীনতা! যেদিন তোমার
প্রথম জন্ম হলো।
জন্ম হয়নি তখন আমার
প্রথম যখন এলে,
ভূমিষ্ঠ হয়ে দেখেছি তোমায়
প্রথম দুচোখ মেলে।
সন্তান হারা কত জননীর
নীরব অশ্রু ধারা,
আত্মহননে জায়া ও ভগিনী
ধর্ষিতা হল যারা।
শত শহীদের রক্তশপথে
অনেক লড়াই শেষে,
স্বাধীনতা তুমি এসেছিলে এই
সোনার বাংলাদেশে।
বড় হয়ে আমি বাবার মুখেই
শুনেছি এসব কথা,
কত ত্যাগে আর রক্তক্ষরণে
এসেছিল স্বাধীনতা।
লড়াইটা ছিল সবার সেদিন
হিন্দু মুসলমান,
সেদিনের সেই মুক্তিযুদ্ধ
রচেনি তো ব্যবধান!
আজ কেন তবে মুক্ত আকাশে
মেঘেদের আনাগোনা?
মুক্তি সূর্য আড়াল করতে
বিভেদের মন্ত্রনা?
বিজয় দিবস তোমার কাছে
দাবি শুধু একটাই,
ভ্রাতৃঘাতী দাঙ্গা চাইনা
আমরা শান্তি চাই।
আবার জনম হবে কি হবে না
সে কথা জানিনা আমি,
তোমার বুকেই ফিরে আসি যেন
হে প্রিয় জন্মভূমি!