কলমেঃ ফাতেমা আক্তার
===============
কি পেলাম বা কি হারালাম, তার হিসাব নাই বা রাখলাম।
বাস্তব জীবনে মানুষের মনের যতটুকু ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা নিয়ে বিদায় নিলাম।
শুধু রয়ে গেছে কিছু স্মৃতি, সেই স্মৃতি টুকু নিয়ে গেলাম।
কোথায় কতটুকু কষ্ট পেলাম, সেই হিসাব নাই বা রাখলাম।
তবে কার থেকে কতটুকু সম্মান পেলাম সহযোগিতা পেলাম, কবিতার মধ্যে লিখে দিলাম।
কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তাই মেনে নিলাম তাই আজ আমি বিদায় নিলাম।