কলমেঃ দেবিকা রানী হালদার।
আমার শেষ রাগিনীর প্রথম ধূয়া ধরলি কে তুই
“কবিগুরু”!
চলে গেলো ২০২৪ সাল
রেখে গেলো সহস্র ক্ষত!
অশ্রুজলে বিদায় চব্বিশ
কিছু ভোলা গেলেও, রয়ে যাবে শত!
কি পেলাম কি পেলাম না
করিনা তার হিসাব,
সারা বিশ্বে ঝরেছে অজস্র প্রাণ
ফিলিস্তিন সিরিয়া বাংলাদেশ ছিলো অভিশাপ!
জলের স্রোতের মত বছর আসে
ক্ষমতার কাড়াকাড়ি সারা বিশ্বে!
পৃথিবী যেমন আছে তেমন রবে
সিরিয়া বাংলাদেশ সর্ব শীর্ষে!
সিরয়ার গোয়ার্তমি সরকারের পতন
চব্বিশ মুসলিম দেশ সম্ভাবনা ইসরায়েল আগ্রাসন,
নির্বোধ ঘুমন্ত বাংলাদেশ শাসকের পতন
এশিয়ার উনপঞ্চাশ দেশ মার্কিন ভীতিতে অনিদ্রা যাপন!
অজানা অচেনা নতুন বছর, সদা ব্লাকহোল
বিমান বিধ্বস্ত, প্লাবন, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা!
বিগত বছরে ছিলো ইউক্রেনে অস্ত্রের ঝংকার
নিজ দেশে পরবাসী ছিলো সংখ্যা লঘূ, মুক্তমনা!
বছর শেষে ঘটলো বাংলাদেশ কোরিয়া বড় অঘটন
বিমান দুর্ঘটনা কেড়ে নিলো কোরিয়ায়, একশত ঊনআশি জীবন
বাংলাদেশের ন্যাক্কারজনক ঘটনা আগুন সন্ত্রাস
সচিবালয়ে আগুন দিলো কোন সে দুর্বৃত্ত জন?