কলমেঃ উন্মেষন খীসা
কখন যে হঠাৎ চলে গেল ২০২৪ সাল
পেলাম না যে একটুও টের,
রঙিন স্মৃতিগুলো জমে থাক যুগ যুগ
২০২৫ সালেও থাকুক জের।
সুখে-দুখে কেটে গেল ২০২৪ সাল
আসুক নতুন বার্তা নিয়ে ২০২৫ সাল,
হেসে-খেলে ও আনন্দ-বেদনায় কাটবে
মোদের জীবন মেলাবো সুরে সুরে তাল।
২০২৪ সালে মনের অজান্তেই হয়তো
আমি তোমার মনে দিয়েছি কত কষ্ট,
অতীতের সকল ভুল-ত্রুটি হোক মোচন
পুরনো বছরের সাথে সাথে হোক সব নষ্ট।
এসো তবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের এইদিনে
হাসিমুখে বিদায় জানাই ২০২৪ খ্রিস্টাব্দ,
স্মৃতি হয়ে থাক ২০২৪ সালের প্রতিটি ক্ষণ
২০২৫ সাল মোদের রাখে যেন প্রেমে আবদ্ধ।
বিদায় ২০২৪ খ্রিস্টাব্দ বিদায় পুরনো বছর
স্বাগত জানাই ২০২৫ সাল নতুন বছর,
কামনা করি সবার সাথে গড়ে উঠুক মৈত্রীর বন্ধন
ভালোবাসায় জমজমাট হোক আনন্দের আসর।
কামনা করি ২০২৫ সাল কেটে যাবে
ভালোবাসার পরশে রঙিন আভা ছড়িয়ে,
নতুন ধ্যান-ধারণায় চলবে জীবনের গতি
দাম্পত্য জীবন কেটে যাবে ভালোবাসা জড়িয়ে।