কলমেঃ রওশন রোজী।
বিধাতা দিয়েছে জীবন
বিধাতা নিয়ে যাবে
মাঝখান থেকে মনটা হলো এলোমেলো।
ক্ষণিকের জীবন ক্ষণিকের তরে
কেন ভাবনায় ফেলে দেয়
কেন কষ্টের হাটে এতো লেনা দেনা
কোন টা মঙ্গল, কোন টা অমঙ্গল।
ভবের বাজারের লীলা কেউ না বুঝে
বেঁচে থাকার অবলম্বন
স্বপ্ন জাগায় মনে
অবলম্বন টা শক্ত না ভেঙ্গে যাবে সহজে।
তবুও খোঁজে বাঁচার জন্য বাঁচতে চাওয়া।
কি হবে আর কি হবে না এ সব কথা নাইবা আসে মনে
মন পবনের বৈঠা হাতে কোন দিকে যাবে চলে
কেউ না জানে।
সময়ের স্রোতে ভেসে যায় সময়
ফিরোনাার শক্তি না আছে কারো।
তবুও সুখের হাটে চলে
দুঃখের বেঁচা কেনা
জীবন থেমে যাবে একদিন
নিয়ে যাবে শত বাধা অতিক্রম করে
বিধাতার নিয়ম
তবুও পথ চলা, চাওয়া পাওয়ার হিসাবের ঝনঝনানিতে
স্বপ্ন বুনা, থেমে নেই কারো জীবন।