কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
ভালোবাসার সমুদ্রে
তুমি আমার জীবন তরী,
যদি তুমি সাথে থাকো
অর্ণব তলদেশে সংসার গড়ি!
তুমি আমার যৌবনের সুরা
শীত কাঁপানো চাদর জড়ানো
পূর্ণিমা নিশিতে ---
ন্যাস্টারশিয়াম জড়ায়ে কেশে,
তোমার আকাঙ্খা দীপ্ত অতৃপ্ত আখিতে
যে দৃষ্টি হেনেছিলে একটি নিমিষে --
ডেকে নিয়ে চন্দ্রমল্লিকা কারনেশন ফুল বনে,
আমি তাকিয়ে ছিলাম পলক হীন নয়নে!
সে রাত কি রাখো নাই
কলিজার অন্তঃ স্থলে গেথে?
সে স্মৃতি কি গেছে মর্ম দে-শ ভেদি মুছে?
কামুক চোখের কাজল টানা সেই সাগরে
সাঁতার দিয়ে যে মরেছে সেই জানে --
দৃষ্টি হানা বাঁকিয়ে অধর,
ক'জন জানে করতে কদর?
আজ আর তুমি জিজ্ঞেস করো না,
কেন এ হৃদয় দুঃখের স্রোত চলে --
জিজ্ঞেস করো না লাভার স্রোতে
এ বুক কেন জ্বলে ?