কবিঃ বাসুদেব বসু (শিক্ষক)।
মৌসুমী বাতাস এসেছে
মেঘের ঘনঘটা আকাশে,
হয়তো বৃষ্টি আসবে
কদম, কেয়াফুল ফুঁটবে
ময়ুরের কেকা রব
ঐ শোনা যায়,
ঐ দূর বনে
বিরহ-ব্যথা জাগে অন্তরে।
প্রিয়া নাই মোর ঘরে
কেমন করে রাত কাটে?
শূন্য বিছানায় আজ
মনে হয় আজ অসহায়।
হালকা-পাতলা
মেঘের মাঝে চাঁদ,
উঁকি দিয়ে যায়
আমার ভগ্নঘরে।
বাতাসের সাথে
ফুলের গন্ধ আসে,
ঘুম যে আসে না মোর
নরম শরীরটি নাই পাশে।